Lobelia Erinus (লোবেলিয়া ইরিনাস)

Lobelia Erinus (লোবেলিয়া ইরিনাস):
#নিজস্বকথা:
(১) ক্যান্সারজনিত চর্মের অস্বাভাবিক বিবৃদ্ধি ও শুষ্কতা।
(২) মুখমন্ডলের এপিথেলিওমা ও আঙুলসমূহে উদ্ভেদ।
(৩) পেটের ভিতর বা মস্তিষ্কের টিউমার।
(৪) ওমেনটাম বা অন্ত্রপ্লাবকের ক্যান্সার।
# চরিত্রগত লক্ষণ:
১. ক্লিনিকাল, ক্যান্সার : টিউমার/অর্বুদ।
২. বুক, ক্যান্সার, স্তনে।
৩. ক্যান্সার, ওমেনটাম/অন্ত্র প্লাবকের।
৪. চর্ম, ক্যান্সারজনিত চর্মের অসাভাবিক বৃদ্ধি।
৫. মুখমন্ডল, উদ্ভেদ, এপিথেলিওমা/চর্মের বিবৃদ্ধি।
৬. গতি সৃষ্টিকারী অঙ্গ, উপরের প্রত্যঙ্গ, আঙুলসমূহ, উদ্ভেদ।
৭. পাকস্থলী, বিশৃংখল, ক্ষুধা, বিকৃত, খাদ্যে অনিচ্ছা, এলকোহলযুক্ত খাদ্যে, ব্রান্ডি/সুরায়।
৮. কান, বেদনা: শ্রবণশক্তি, বিনষ্ট/বধির/কালা।
৯. চোখ, প্রদাহ, কর্ণিয়ার, কিরাটিটিস।
১০. জ্বর, হেকটিক (ক্ষয়রোগসূচক) জ্বর।