Dioscorea Villosa (ডায়োস্কোরিয়া ভিলোসা): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ
Dioscorea Villosa (ডায়োস্কোরিয়া ভিলোসা)।
DHMS (2nd year).
♣ সমনামঃ উইন্ড ইয়াম, ওয়াইল্ড ইয়েমরুট, কলিক রুট, বন্য আলু।
♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক।
♣ সাইডঃ ডানপাশ।
♣ কাতরতাঃ শীতকাতর।
♣ উপযোগিতাঃ যুবক বা বৃদ্ধ যাদের হজমশক্তি দুর্বল তাদের পক্ষে উপযোগী। দিনের খাওয়া খেলে বা কোনো কিছু খেলে বিশেষতঃ যারা চা খায় তাদের পেটে বায়ু জমে। যাদের পেটে ভয়ানক শূলবেদনা হয় তাদের পক্ষে উপযোগী।
♣ ক্রিয়াস্থলঃ স্নায়ু, পাকস্হলী, যকৃত, হৃদপিণ্ড, রক্ত, মন, সায়াটিকা নার্ভ, পিত্ত।
♣ বৈশিষ্ট্যঃ বার্ট, যিনি এই ওষুধের বীরোচিত প্রুভিং করেন, তিনি বলেন : ডায়োস্কোরিয়া প্রয়োগের প্রধান এলাকা হচ্ছে অন্ত্র ও পাকস্হলীর স্নায়বিক পীড়ায় ; যেখানে উদর সম্বন্ধীয় ও নাভী সম্বন্ধীয় গ্রন্থি সকল একটি বিরাট সংবেদনাধিক্যের মাঝে থাকে, উক্ত স্থানগুলোর ব্যথা ও আক্ষেপ অসহ্য। ডা. Cushing এর প্রমাণিত অনুযায়ী ডায়োস্কোরিয়ার দিবা-রাত শক্তিশালী লিঙ্গোত্থান ; ভালোবাসা সম্পর্কীয় স্বপ্ন ও তার সাথে বীর্যপাত। পরে ঢিলা হয়ে যায়, যৌনেচ্ছার অভাব এবং লিঙ্গোত্থান ব্যতীত বীর্যস্খলন।
♣ সারসংক্ষেপঃ যুবক বা বৃদ্ধ যাদের হজমশক্তি দুর্বল। পেট ব্যথা, সামনে ঝুঁকলে বৃদ্ধি, পেছনে হেলে থাকলে উপশম, ব্যথা ছোট স্থান হতে বহুদূর পর্যন্ত ছোটে যেতে থাকে। পাকস্হলীতে যেনো একটি পাথর রয়েছেে। প্রাতে, বিকেলে, রাতে, চা পানে, আহারে, বসলে, জেগে ওঠায়, দ্বিভাঁজ হয়ে নুয়ে থাকলে বাড়ে। ঢেকুরে, পেছনের দিকে বাঁকানোয়, খোলা বাতাসে ও সঞ্চালনে কমে। স্মৃতিশক্তি দুর্বল, মনুষ্য-ভীতি, কামুকতা, বিষন্নতা, খিটখিটে ও হতাশাগ্রস্ত। ধাতু দুর্বলতার সাথে স্মৃতিশক্তি কম, তৃষ্ণাহীনতা। যকৃতের সূঁচিবেঁধামতো ব্যথা অগ্রবাহু ও ডানস্তনের বোটা পর্যন্ত বিস্তৃত হয়। মলদ্বারের সূঁচিবেঁধামতো ব্যথা যকৃত পর্যন্ত বিস্তৃত হয়। বীর্যস্খলনসহ নর্তন বা কম্পন রোগ।
♣ অনুভূতিঃ ১) পাকস্হলীতে যেনো একটি পাথর রয়েছেে। ২) মনে হয় যেনো তলপেটের ছোট অংশ জোড়ের সাথে মেরুদণ্ডের ওপরের দিকে ও পেছনের দিকে ধাবিত হচ্ছে।
♣ ক্রম ও সহচর লক্ষণঃ ১) সঞ্চারণশীল পেটব্যথা, ব্যথা হঠাৎ দূরবর্তী স্থানে স্থানান্তরিত হয়।
< বৃদ্ধিঃ প্রাতে, বিকেলে, রাতে, শয়নকালে, চা পানে, আহারে, বসলে, জেগে ওঠায়, দ্বিভাঁজ হয়ে নুয়ে থাকলে, সন্ধ্যায় ও রাতে, সকাল থেকে অপরাহ্ন ২ ঘটিকার পরেও চলমান।
> হ্রাসঃ ঢেকুরে, শক্ত চাপনে, প্রসারিত করায়, মুক্ত বাতাসে হাঁটাচলা করায়, স্থিরভাবে সোজা দাঁড়ানো অবস্হায়, পেছনের দিকে বাঁকানোয়, খোলা বাতাসে, সঞ্চালনে।
♣ কারণঃ অতিরিক্ত চা পান, অতিরিক্ত আহার, উপবাস, নিয়ন্ত্রিত খাদ্য আহারে ভুল করা, হস্তমৈথুন।
♣ ক্রিয়ানাশকঃ ক্যামো, ক্যাম্ফ। ♣ বর্জনীয়ঃ চা পান।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা ডায়োস্কোরিয়া প্রয়োগ করতে পারবো।
গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ (ক্যান্ট রেপার্টরী অনুযায়ী)
১) মানসিক দুর্বলতা ( Imbecility) – A- অ্যালোজ, অ্যাম্ব্রা, অ্যানাকা, ব্যারা-কা, ব্যারা-মি, বেল, বিউফো,
বিউফো-সা, কোনি, হায়োস, ল্যাকে, লাইকো, নাক্স-ম, নাক্স-ভ, ওপি, ফস-অ্যাসি, পিক্রি-অ্যাসি, সাইলি, স্ট্র্যামো, সালফ, ভিরেট। B= অ্যালু, অ্যামন-কা, আর্জ-নাই, আর্স, অরাম, ক্যাল্ক, ক্যানা-স্যাট, ক্যাপসি, কস্টি, চেলিডো, ককুল, ক্রোটেল, ডায়োস্কো, ফ্লু-অ্যাসি, হেলি, ইগ্নে, ক্যালি-ব্রো, ক্যালি-ফস, লরো, মেডো, মার্ক, মার্ক-কর, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ন্যাট্র-ফস, প্যারিস, পেট্রো, ফস, প্ল্যাটি, প্লাম্বা, পালস, রাস, স্যাবাডি, স্যাবি, সিপি, স্ট্যাফি, থেরিডি।
২) মনুষ্য-ভীতি ( Men, dread of) – B= অরাম, ব্যারা-কা, সাইকু, লিডাম, লাইকো, ন্যাট্র-কা, পালস। C= অ্যালোজ, বারা-মি, কোনি, ডায়োস্কো, ইগ্নে, ল্যাকে, ন্যাট্র-মি, ফস, প্ল্যাটি, র্যাফে, সিপি, স্ট্যানা, সালফ।
৩.১) ভুল করে : জিনিস পত্রের নাম ভুল করে- B= ডায়োস্কো, স্ট্র্যামো। C= অ্যামন-কা, ক্যাল্ক, ল্যাক-ক্যান, সিপি, সালফ।
৩.২) ভুল করে : ভুল শব্দ বামের বদলে ডান বা এর বিপরীত বলে- A= চিনি-সাল, ডায়োস্কো, ফ্লু-অ্যাসি। B= হাইপেরি, আইরি-ফো।
৪) শান্ত: হতে চায়- A= জেলস। B= ব্রায়ো। C= বেল, ক্যানা-ই, কোকা, কুপ্রা-সাল, ডায়োস্কো, ইউফ্রে, সাল-অ্যাসি ।
৫) অস্হিরতা :চলার সময় উপশম- A= ডায়োস্কো, ন্যাট্র-মি, নিক্কো ।
৬) বিষণ্নতা: শুক্র ক্ষয়ের ফলে- A= নাক্স-ভ । B= পালস । C= অরাম, ডিজি, ডায়োস্কো, হ্যামামে, ন্যাট্র-ফস, ফস-অ্যাসি, স্যাঙ্গুই, আস্টি ।
৭) স্ত্রীলোকের প্রতি, বিতৃষ্ণা (Women, aversion to) B= ডায়োস্কো, ল্যাকে, পালস । C= অ্যামন-কা, ব্যাপটি, ন্যাট্র-মি, সালফ ।
৮) প্রাতে (Morning) বাড়ে- A= অ্যাগারি, অ্যামন-মি, আর্জ-মে, আর্স-আই, অরাম, ব্রায়ো, ক্যাল্ক, ক্যাল্ক-ফ্লু, কার্বো-অ্যানি, কার্বো-সাল, কার্বো-ভে, ক্যামো, চেলিডো, সিনা, ক্রোকা, ক্যালি-বাই, ক্যালি-নাই, ল্যাকে, ন্যাট-আর্স, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, ওনোস, পেট্রো, ফস-অ্যাসি, ফস, পালস, রডো, রাস, রোমেক্স, সিপি, স্পাইজে, স্কুই, সালফ, ভ্যালের । B= অ্যাবিস-নাই, অ্যাকোন, অ্যালু, অ্যালোজ, অ্যাম্ব্রা, অ্যানাকা, অ্যান্টি-ক্রু, অ্যাপিস, আর্জ-নাই, অ্যার্নি, আর্স, ব্যাপটি, ব্যারা-কা, ব্যারা-মি, বার্বে, বোরা, বোভি, ক্যান্থা, ক্যাপসি, কস্টি, ক্রোমি-অ্যাসি, সিন্নাবে, সিস্টা, কোকা, ককুল, কফি, কোনি, ডিজি, ডায়োস্কো, ড্রসে, ডালকা, ইউপে-পার্ফ, ইউফ্রে,ফেরাম, ফেরা-আর্স, ফেরা-ফস, গ্যাম্বু, জেলস, গ্র্যাফ, গুয়াই, হাইড্রা, ইগ্নে, ক্যালি-আর্স, ক্যালি-আই, ক্যালি-ফস, ক্যালমি, ক্রিয়ো, ম্যাগ-কা, ম্যাগ-মি, মার্ক, মার্ক-আ-ফ্লে, ন্যাট্র-কা, ন্যাট্র-ফস, নাক্স-ম, ওপি, ফাইটো, প্লান্টে, সোরিন, র্যানান-বা, রিউম, স্যাবি, সাল-অ্যাসি, সার্সা, সেলি, সিনিসি, সেনেগা, সাইলি, স্ট্যানা, স্ট্যাফি, স্ট্র্যামো, সাল-অ্যাসি, ট্যারাক্সি, থুজা, ভিরেট, ভিরেট-বি, জিঙ্ক ।
৯) খোলা বাতাসে উপশম- A=অ্যালু, আর্জ-নাই, আর্স, ক্যানা-ই, আই, ক্যালি-আই, ম্যাগ-কা, ম্যাগ-মি, ন্যাট্র-সাল, পালস, রাস, স্যাবাডি, স্যাবি । B= অ্যাকো, অ্যাগ্নাস, অ্যালি-স্যা, অ্যালো, অ্যামন-মি, অ্যামিল-নাই, অ্যান্টি-ক্রু, অ্যাপিস, অ্যাসাফ, অ্যাসের, অ্যাট্রো, অরাম, বোভি, ব্রায়ো, ক্যাক্টা, ক্যালাডি, ক্যাল্ক-সাল, ক্যাম্ফ, কার্বো-সাল, কার্বো-ভে, চেলিডো, ক্রোকা, সিন্নাবে, কফি, কোনি, ক্রোটেল-ক্যাস্ক, ডিজি, ডায়োস্কো, ফ্লু-অ্যাসি, গ্যাম্বো, গ্র্যাফ, হেলি, হাইড্রো-অ্যাসি, হায়োস, ইপি, ক্যালি-বাই, ক্যালি-নাই, ক্যালি-সাল, ল্যাকো, লিলি-টা, লাইকো, মেলিলো, মেজের, মস্কাস, ন্যাট্র-মি, ফস, ফাইটো, প্ল্যাটি, টিলি, র্যানান-স্ক্লে, স্যানিকি, সিকেলি, সেনেগা, সিপি, স্পঞ্জি, সালফ, ট্যাবে, টেলু, ভাইবো, জিঙ্ক ।
১০) নর্তন রোগ (Chorea)- A= অ্যাগারি, আর্টি-ভা, ক্যাল্ক, কস্টি, সাইকু, চায়না, সিমিসি, সিনা, কুপা, ইগ্নে, মাইগেল, স্ট্র্যামো, ট্যারেন্টু। B= অ্যান্টি-টা, আর্জ-নাই, আর্স, বেল, বিউফো, ক্যাক্টা, ক্যামো, চেলিডো, ককুল, ক্রোকা, ক্রোটেল-ক্যাস্ক, কুপ্রা-আর্স, ডায়োস্কো, ফেরাম, ফেরা-আই, হিম্পু, হায়োস, আই, ক্যালি-ব্রো, ল্যাকে, লিলি-টা, ম্যাগ-ফস, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ম, নাক্স-ভ, ওপি, পালস, রাস, সিপি, সাইলি, সালফ, জিঙ্ক।
১১.১) মূর্চ্ছাকল্পতা: প্রাতে- A= আর্স, নাক্স-ভ, সালফ । B= কার্বো-ভে, ককুল, কোনি, ক্রিয়ো, স্যাঙ্গুই,। C= অ্যালুমেন, ডায়োস্কো, মেজের, ন্যাট্র-মি, প্লাম্বা, পালস, স্ট্র্যামো, স্ট্রিকনি ।
১১.২) মূর্চ্ছাকল্পতা: অপরাহ্নে – B= অ্যাসের। C= অ্যানাকা, বোরা, ডায়োস্কো, সালফ।
১১.৩) মূর্চ্ছাকল্পতা: সোজা হয়ে ওঠে বসলে- A= অ্যাকোন, ব্রায়ো,। B= ইপি, ফাইটো। C= আর্নি, কার্বো-ভে, ডায়োস্কো, নাক্স-ভ, সালফ, ভিরেট-ভি, ভাইবো।
১১.৪) মূর্চ্ছাকল্পতা: মলত্যাগকালে- B= ডালকা, নাক্স-ভ, সালফ। C= অ্যালো, করিন, ডায়োস্কো, অক্স্যা-অ্যাসি, পাসল, সার্সা ।
১১.৫) মূর্চ্ছাকল্পতা: মলত্যাগের পরে- A= পডো। B= আর্স, ককুল, লাইকো, নাক্স-ম, টেরিবি, ভিরেট । C= ক্যাল্ক, কলচি, কোনি, কিউরে, ডায়োস্কো, মর্ফি, ন্যাট্র-সাল, ফস, প্লান্টে, ফাইটো, সালফ ।
১১.৬) মূর্চ্ছাকল্পতা: জাগলে- A= কার্বো-ভে। B= ডায়োস্কো, গ্র্যাফ, ল্যাকে, টিলি।
১২) খাদ্য: চা পানে বাড়ে- B= ইস্কু, চায়না, ফেরাম, সেলি, থুজা। C= কফি, ডায়োস্কো, ল্যাকে, রিউমেক্স, ভিরেট।
১৩) সঞ্চালনে উপশম- A= অরাম, অরাম-মি, ক্যাপসি, কোনি, সাইক্লে, ডালকা ইউফবি, ফেরাম, ক্যালি-সাল, লাইকো, পাইরো, পালস, রডো,ররাস, স্যাবাডি, স্যাম্বু, সালফ, ট্যারাক্সি, ট্যারেন্টু, ভ্যালের। B= অ্যাকোন, অ্যাগারি, অ্যালোজ, অ্যালু, অ্যানাকা, আর্জ-মে, আর্জ-নাই, আর্স, অ্যাট্রো, অরাম-মি-না, ব্যারা-কা, বিসমা, ব্রোমি, কস্টি, চিনি-আর্স, সিনা, ককুল, কলো, ডায়োস্কো, ড্রসে, গ্যাম্বু, জেলস, ইন্ডিগো, ক্যালি-কা, ক্যালি-আই, ক্যালি-ফস, ক্রিয়ো, লিলি-টা, ম্যাগ-কা, মিনিয়ে, মেডো, মার্ক-কর, মার্ক-আ-ফ্লে, মস্কাস, মিউ-অ্যাসি, ন্যাট্র-সাল, ফস-অ্যাসি, প্ল্যাটি, র্যাটান, রুটা।
১৪.১) ব্যথা: জ্বালাকর অভ্যিন্তরীকভাবে- A= অ্যাকোন, আর্স, অ্যারাম-টি, বেল, বার্বে, ব্রায়ো, ক্যানা-ই, ক্যান্হা, কার্বো-সাল, গ্র্যাফ, ক্যালি-বাই, মার্ক, মার্ক-কর, মেজের, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস, পালস, রাস, স্যাবাডি, স্যাঙ্গুই, সিকেলি, সিপি, স্পাইজে, স্পঞ্জি, সালফ। B= অ্যাগারি, অ্যালু, অ্যালুমেন, অ্যামন-ব্রো, অ্যামন-মি, অ্যাপিস, আর্জ-নাই, আর্নি, অ্যাসাফ, অরাম, ব্যাপটি, ব্যারা-কা, বিসমা, ক্যাল্ক-ফস, কার্বো-ভে, কস্টি, চেলিডো, চায়না, সাইকু, ক্লিমে, কলচি, কলো, কুপ্রা, ডায়োস্কো, ড্রসে, ডালকা, ফ্লু-অ্যাসি, গ্যাম্বো, আইরি, ক্যালি-আই, ক্রিয়ো, ল্যাকে, লরো, লিথি, লিলি-টা, লোবা, লাইকো, ন্যাট্র-আর্স, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ওপি, ওসমি, পেট্রো, ফস-অ্যাসি, সোরিন, রডো, রিউমেক্স, স্যাবি, সার্সা, সেনেগা, সাইলি, স্ট্যানা, টেলু, থুজা, ভিরেট।
১৪.২) ব্যথা: কেটে ফেলার মতো অভ্যন্তরীকভাবে- A= বেল, ক্যাল্ক, ক্যান্হা, কলো, কোনি, ডায়োস্কো গ্যাম্বো, হায়োস, ক্যালি-কা, লাইকো, মার্ক, ন্যাট্র-মি, নাক্স-ভ, পালস, সাইলি, সালফ।
১৪.৩) ব্যথা : পেশিতে চারদিকে ছড়িয়ে পড়া ব্যথা – B= আর্জ-নাই, ম্যাগ-ফস, টেলু। C= বার্বে, ডায়োস্কো ।
১৪.৪) সূঁচফোটানো ব্যথা বাহ্যিকভাবে -A= অ্যাসাফ, বেল, ব্রায়ো, ক্যাল্ক, কার্বো-সাল, সাইকু, কোনি, ক্যালি-কা, ক্যালি-ফস, ক্যালি-সাল, লিডাম, মার্ক, পালস, র্যানান-বা, রাস, স্পাইজে, স্ট্যাফি।
B= অ্যাকোন, অ্যাগারি, অ্যালোজ, অ্যালু, ব্যারা-কা, বার্বে, ক্যাল্ক-ফস, ক্যাপসি, কস্টি, চেলিডো, চায়না, সিমিসি, ক্লিমে, ককুল, কলো, ডায়োস্কো, ড্রসে, ফেরাম, জেলস, গ্র্যাফ,,,,।
১৪.৫) মোচড়ানো ব্যথা ( Twisting) – A= ক্যান্হা, সাইলি, ভিরেট। B= অ্যাগারি, আর্জ-নাই, বেল, ব্রায়ো, ক্যাপসি, সিনা, ডায়োস্কো, ইগ্নে, মার্ক, নাক্স-ভ, প্ল্যাটি, রাস, স্যাবাডি।
১৪.৬) ভ্রাম্যমান ব্যথা- A= চেলিডো, জেলস, ইগ্নে, ক্যালি-বাই, ক্যালি-সাল, ল্যাক-ক্যান, লিডাম, পালস। B= অ্যামন-মি, আর্নি, অরাম, বেল, ক্যাল্ক-ফস, কার্বো-সাল, কার্বো-ভে, কলো, কস্টি, চায়না, কলচি, ডায়োস্কো, আইরি, ক্যালি-কা, ক্যালমি, ল্যাকে, ম্যাগ-মি, ম্যাঙ্গে, নাক্স-ভ, ফাইটো, প্লাম্বা, র্যানান-বা, স্যাবি, সেলি-অ্যাসি, স্পাইজে, সেলি, টিউবার।
১৫) মাংসপেশিগুলোর শৈতিল্য ( Relaxation of muscles) – A= ব্রায়ো, ক্যাল্ক, ক্যাপসি, ককুল, ইউফর্বি, জেলস, ক্যালি-কা, ফস। B= অ্যাগারি, আর্স, ক্যামো, ক্লিমে, কোনি, ক্রোকা, ক্রোট-কা, ডিজি, ডায়োস্কো, ফেরাম, গ্র্যাফ, হেলি, হায়োস, আই, ইপি, লাইকো, সিকেলি, সেনেগা, সিপি, স্পঞ্জি, সালফ।
১৬) হাঁটলে উপশম- A= অ্যাসাফ, অরাম, ক্যাপসি, সাইক্লে, ডালকা, ইউফর্বি, ফেরাম, ক্যালি-আই, পালস, রাস, সালফ, ভ্যালের।B= ডায়োস্কো,,