Bryonia Alb (ব্র্রায়োনিয়া এল্ব) ওয়াইল্ডহপ #নিজস্বকথাঃ ১। নড়াচড়ায় বৃদ্ধি এবং চুপ করে পড়ে থাকলে উপশম। ২। শ্লৈষ্মিক ঝিল্লির শুষ্কতা। ৩। আক্রান্তস্থান বা বেদনা যুক্ত স্থান চেপে ধরলে উপশম। ৪। ক্রুদ্ধভাব এবং ক্রুদ্ধ হবার ফলে অসুস্থতা। #মূলকথাঃ ১। তরুণ রোগ ধীরে ধীরে বাড়ে, খিটখিটে মেজাজ, নড়াচড়ায় বৃদ্ধি। ২। সূঁই বিধার মত ও ছিড়ে ফেলার মত ব্যথা,
Belladona (বেলাডোনা) ডেডলি নাইটশেড (সোলানেসি) #নিজস্বকথাঃ ১। উত্তাপ ও আরক্তিমতা। ২। জ্বালা ও স্পর্শকাতরতা। ৩। আকস্মিকতা ও ভীষণতা। ৪। ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়। #মূলকথাঃ ১। আক্রান্ত অংশে উত্তাপ, লালবর্ণ (আরক্তিম) ও জ¦ালাপোড়া। ২। মস্তকে রক্তাধিক্য, মাথা গরম কিন্তু হাত পা ঠা-া, রোগের তীব্র অবস্থায় মুখম-ল লালবর্ণ ও ফোলা, ক্যারোটিড ধমনীর দপদপানি ও মাথা ব্যথা।
Bacillinum (ব্যাসিলিনাম): * টিউবারকুলার যুক্ত ক্ষয়কাশিগ্রস্ত রোগীর ক্ষতস্থানের পুঁজ থেকে ঔষধটি তৈরি হয়। মনীষী ফিঙ্কে ও মনীষী সোয়ান যক্ষাক্রান্ত ক্ষতস্থানের পুঁজ বা গযার থেকে ঔষধটি প্রস্তুত করেন। আবার মনীষী হিদ ব্যাসিলাস টিউবারকিউলোসিস নামের অনুদেহীযুক্ত ফুসফুস দ্বারা তার ঔষধটি প্রস্তুত করেন। সেই কারণে ডাঃ হিদ কর্তৃক আবিষ্কৃত ঔষধটির নাম ব্যাসিলিনাম এবং ডাঃ ফিঙ্কে ও ডাঃ সোয়ান