Senacio (সিনিসিও)

Senecio (সেনেসিও)
সমনাম- ফিমেল রেগুলেটার।
সদৃশ- এলেট্রিস, কলোফাইলাম, সিপিয়া।
ক্রিয়াস্থল- স্ত্রীজননেন্দ্রিয়, মুত্রযন্ত্র, নাসিকা, ফুসফুস ও কটিদেশ।
উপযোগীতা- আত্মসুখী, ¯œায়ুবিক দুর্বল, পাংশুবর্ণ স্ত্রীলোক।
নিজস্বকথাঃ
১। ঋতুস্রাবের পরিবর্তে রক্তকাশ।
২। রক্তস্রাব জনিত শোথ।
৩। স্বল্প রজঃরোগে উহা বর্ধিত করে ও অতিরিক্ত রজঃস্রাবে হ্রাসপ্রাপ্ত এবং কষ্ট রজঃরোগের যন্ত্রণা উপশমিত হয়।
৪। রজঃস্রাবের পরিবর্তে অথবা মূত্রদোষ সহ শ্বেতপ্রদর।
হ্রাস/উপশম- সামনের দিকে শরির বাঁকালে, মলত্যাগের পর, নিয়মিত ও স্বাভাবিক ঋতু¯্রাবে, অন্যমনস্ক থাকিলে।
বৃদ্ধি- প্রথম রজঃদর্শন কালে, যৌবনকালে কামোত্তেজনায়, পানিতে ভিজিলে, ঠান্ডায়, মুক্ত বাতাসে, শয়নকালে, বিকালে ও রাতে।
চরিত্রগত লক্ষণ-
(১) কোন বিষয়ে মন স্থির করতে অক্ষম ও নৈরাশ্য। দূর্বলচেতা ও খিটখিটে মেজাজ।
(২) অপ্রবল, বুদ্ধিভ্রষ্টকারী, শিরঃপিড়া। মাথার পিছন থেকে উপর পর্যন্ত বিস্তৃত তরঙ্গবৎ ঘূর্ণন।
(৩) বাম চোখের উপর তীক্ষè বেদনা এবং বাম রগের উপর দিয়ে এরূপ বেদনা।
(৪) গা বমি বমি সহ কপালে কাটিয়া ফেলার মত বেদনা।
(৫) দাঁতগুলি অত্যধিক স্পর্শকাতর। গলা ও মুখে শুস্কতা। ঢোক গিলিতে কষ্ট হয়।
(৬) কিডনীর গোলযোগ হেতু গা বমি বমি ও বমি। নাভিতে খামচানো বেদনা।
(৭) কোষ্ঠবন্ধতা। মলত্যাগকালে কুন্থন, পুরু, কালচে, রক্তময় মল ও তৎসহ কুন্থন।
(৮) মূত্রপাথরী ঘটিত শূলবেদনা। মূত্রস্বল্প, কড়ারঙের রক্তময়। মূত্রাশয়ের মুখশায়ী গ্রন্থির বিবৃদ্ধি।
(৯) কামোদ্দীপক স্বপ্ন, তৎসহ অসাড়ে শুক্র নির্গমন।
(১০) ঋতু¯্রাব বিলম্বিত, রুদ্ধ। যান্ত্রিকক্রিয়া বৈকল্যহেতু তরুণীদের রজঃলোপ, তৎসহ পৃষ্ঠবেদনা। নির্দিষ্ট সময়ের পূর্বে প্রচুর ঋতু¯্রাব। যুবতী স্ত্রীলোকদের ঋতু¯্রাবের গোলযোগহেতু পায়ে শোথ।
(১১) ডিম্বকোষ হতে স্তন পর্যন্ত বেদনা। কোমরে বেদনা।
(১২) শুষ্ক বিরক্তিকর কাশি, বক্ষস্থলে সূঁচীভেদ্য যন্ত্রণা।
(১৩) রাতে বিছানায় শুইলে পা অত্যন্ত ঠান্ডা।